জাতীয় প্রেস ক্লাবে আইটিইটির প্রাক বাজেট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Date:

Share post:

দি ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট (আইটিইটি) কর্তৃক প্রাক বাজেট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৩ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। আইটিইটি এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারের নেতৃত্বে উক্ত সাংবাদিক সম্মেলনে আসন্ন বাজেট উপলক্ষ্যে কতিপয় প্রস্তাব ও দাবি উপস্থাপন করেন আইটিইটি বাংলাদেশ এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।

বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নেতিবাচক প্রভাব পড়ছে। এরই প্রেক্ষিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাজীবী সংগঠন হিসেবে ভবিষ্যতে করণীয় ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার লক্ষ্যে তারা এই সম্মেলনের আয়োজন করেছেন। সম্মেলনে জ্বালানি গ্যাসের দাম কমানো, টেক্সটাইলে কার্বন নিস্বরণের হার কমানোসহ দেশে টেক্সটাইল মেশিনারি তৈরির প্লান্ট স্থাপনের উপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন আইটিইটির ইন্টারিম কমিটির আহ্বায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. এ টি এম সামসুদ্দীন খান, সদস্য সচিব ইঞ্জি. মো: এনায়েত হোসেন, ইঞ্জি. সাইদুর রহমান, ইঞ্জি. রওশন জামিল টিপু, ইঞ্জি. সুমায়েল মো: মল্লিক, ইঞ্জি. এ এস এম হাফিজুর রহমান নিক্সন, ইঞ্জি. খালেদুল ইসলাম মিথুন, ইঞ্জি.vএস এম মিজানুর রহমান, ইঞ্জি. নজরুল ইসলাম, ইঞ্জি. আহসান হাবিব, ইঞ্জি. শেখর চন্দ্র দাস, ইঞ্জি. আশিক ইসতিয়াক লিখন, ইঞ্জি. আরফান আলী পিকে, ইঞ্জি. সাজেদুল হক শালুক, ইঞ্জি. মো: মঈদুল ইসলাম মঈদ, আইটিইটির অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ।

সম্মেলনে আইটিইটির সদস্যসচিব এনায়েত হোসেন সাংবাদিকদের সামনে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি বলেন, আসন্ন বাজেটে শিল্পক্ষেত্রে গ্যাস ও জ্বালানি তীব্র সংকটের কারণে টেক্সটাইল শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় পোশাক রপ্তানিতে ব্যাপক ক্ষতি হচ্ছে তাই আমরা এলএমজি আমদানি করে চাহিদামতো টেক্সটাইল শিল্পে গ‍্যাস সরবরাহের দাবি জানাই। এ জন্য পেট্রোবাংলাকে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানাই। গ‍্যাসের মূল‍্য ২০২৩ সালের পূর্বের মূল্যের অবস্থায় নিয়ে পুনঃমূল‍্য নির্ধারণের উপর গুরুত্বারোপ করছি।

তাছাড়া তিনি আরো বলেন, রপ্তানিমুখী পোশাক শিল্পের মন্দাভাব বিবেচনায় রেখে পোশাক রপ্তানির উপর ধার্যকৃত শুল্ক ১% থেকে কমিয়ে ০.২৫%, অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে শিল্পে বিনিয়োগ এর সুযোগ দেয়া যাতে করে এই অর্থ বিদেশে পাচারে অনুৎসাহিত করে দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিদেশিদের নিয়োগ বন্ধ, ব্যাংক সুদের হার ১০% নির্ধারণ, টেক্সটাইল শিল্পে ব্যবহৃত ডাইস-ক্যামিক্যালের ট‍্যাক্স কমানো, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ একর জমি এবং টেক্সটাইল শিক্ষা ও গবেষণার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ করার দাবি জানাই আমরা।

এছাড়াও টেক্সটাইল স্পিনিং কারখানার কাঁচামাল (তুলা) ডাম্পিং এর জন্য ফ্রি জোন স্থাপন, রপ্তানিমুখী টেক্সটাইল পণ্যে প্রণোদনা ১০-২০ ভাগ প্রদান, বন্ডেড ওয়্যার হাউজের নীতিমালার পরিবর্তন, সকল টেক্সটাইল কারখানাকে সোলার সিস্টেমে নিয়ে আসার নিমিত্তে ট্র‍্যাক্স হলিডের আওতায় আনা, শিল্প মূল্যায়নের জন্য টাস্কফোর্স গঠন, বাংলাদেশের দূতাবাসগুলোর কমার্শিয়াল উইং এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ, ডাইস-ক্যামিক্যাল ও টেক্সটাইল মেশিন ম্যানুফেকচারিং প্ল্যান্ট স্থাপনে সরকারি উদ্যোগের দাবি জানাচ্ছি।

সম্মেলন শেষে আইটিইটির সদস্যরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

এপ্রিল মাসে রপ্তানি আয় কমলেও রেমিট্যান্স এসেছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এপ্রিল মাসের হালনাগাদ রপ্তানি আয়ের তথ্য প্রকাশ করেছে। এতে সদ্য শেষ হওয়া মাসে রপ্তানি...

এপ্রিল মাসে রপ্তানি আয় কমলেও রেমিটান্স এসেছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এপ্রিল মাসের হালনাগাদ রপ্তানি আয়ের তথ্য প্রকাশ করেছে। এতে সদ্য শেষ হওয়া মাসে রপ্তানি...

অবহেলার শিকার সরকারি টেক্সটাইল কলেজগুলো, কমছে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এবারের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কলেজগুলোর শিক্ষার মান, শিক্ষক সংকট...

ট্রাম্পের বাণিজ্য শুল্কের প্রভাব ছড়িয়ে পড়েছে ‘প্রায় সব মার্কিন রপ্তানিতে’, জানাচ্ছে সাপ্লাই চেইন ডেটা

মার্কিন রপ্তানি ধসে কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেখানে একসময় মার্কিন আমদানি হঠাৎ কমে গিয়েছিল, কারণ শিপাররা বিশ্বজুড়ে উৎপাদনকারীদের...