
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) অগাস্ট মাসের হালনাগাদ রপ্তানি আয়ের তথ্য প্রকাশ করেছে । এতে সদ্য শেষ হওয়া অগাস্ট মাসে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ৩৯২ কোটি ডলারে । আগের মাসের একই সময়ে রপ্তানি আয় ছিল ৪৭৮ কোটি ডলার। সে হিসেবে রপ্তানি আয়ে হ্রাশ দশমিক ৮২ শতাংশ। গত বছর অগাস্ট মাসে রপ্তানি আয় ছিল ৪০৩ কোটি ডলার । গত বছরের তুলনায় অগাস্ট মাসের রপ্তানি আয়ে হ্রাশ দশমিক ৯৭ শতাংশ।
ইপিবি এর তথ্য অনুসারে অগাস্ট মাসে তৈরি পোশাক (RMG) খাত থেকে রপ্তানি আয় এসেছে ৩১৬ কোটি ডলার , যা ঐ মাসের মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ । তবে গত বছরের অগাস্ট মাসের তুলনায় তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ ।
মাসভিত্তিক এই কমতি সত্ত্বেও, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে তৈরি পোশাক (RMG) খাতটি গত বছরের একই সময়ের তুলনায় ৯.৬৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময়ে খাতটির মোট আয় দাঁড়িয়েছে ৭.১৩ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ৬.৫০ বিলিয়ন ডলার।
জুলাই-আগস্ট সময়ে হোম টেক্সটাইল রপ্তানি ১২.৬৮ শতাংশ বেড়ে ১৩৯.০২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয়েছে ২২৮.৭৬ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৬৮ শতাংশ বেশি। তবে আন্তর্জাতিক বাজারে মূল্য ও প্রতিযোগিতার কারণে আগস্ট মাসে চামড়ার জুতা রপ্তানি ১১.১৮ শতাংশ কমেছে।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কৃষি খাতে ৩.৯৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে সবজি রপ্তানি ৫৮.১৩ শতাংশ বেড়ে ১৭৪.৬৭ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
পাট ও পাটজাত পণ্য রপ্তানি ৬.৯৬ শতাংশ বেড়ে ১১৮.৫৬ মিলিয়ন ডলার হয়েছে। অন্যদিকে, হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি ৩২.৪৫ শতাংশ বেড়ে ৮১.৫৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। ঔষধ রপ্তানিও উল্লেখযোগ্যভাবে ২৬.১২ শতাংশ বেড়ে ৩৬.৪৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।